প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
আমাদের এই প্রতিষ্ঠান শুধু একটি স্কুল নয় এটি একটি ভালো মানুষ তৈরির জায়গা। এখানে আমরা চেষ্টা করি যেন প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা ও মনকে বিকশিত করতে পারে। পাঠ্যবইয়ের জ্ঞান শেখানোর পাশাপাশি আমরা শিখিয়ে থাকি শৃঙ্খলা, সময়ের মূল্য, এবং একে অপরকে শ্রদ্ধা করার শিক্ষা। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের স্বপ্নকে বাস্তব করে তুলতে পারে সেটাই আমাদের চাওয়া। আমরা বিশ্বাস করি, একজন ভালো শিক্ষার্থী তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও সমাজ সবাইকেই একসাথে কাজ করতে হয়। এ পথচলায় আপনাদের সহযোগিতা আমাদের শক্তি ও অনুপ্রেরণা। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।
শ্রদ্ধা ও ভালোবাসায়,
প্রধান শিক্ষক
খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
শ্রীপুর, মাগুরা।