
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত এলাকাবাসী,
আল্লাহর অশেষ কৃপায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে। শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড — এই কথাটি আমরা সবসময় মনে রাখি। আর তাই শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা সবাই একসাথে কাজ করছি। আমি বিশ্বাস করি, সৎ মানুষ তৈরি করাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, আমাদের সন্তানদের হৃদয়ে থাকা চাই সততা, শ্রদ্ধাবোধ এবং নৈতিকতা। এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। আমাদের শিক্ষার্থীরা তাদের আন্তরিক চেষ্টায় দিন দিন সাফল্যের পথে এগিয়ে চলেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া কামনা করছি যেন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে পারি।
শুভকামনায়,
সভাপতি
খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
শ্রীপুর, মাগুরা।